BREAKING NEWS

গুগল সার্চ

কিভাবে টরেন্ট দিয়ে ডাউনলোড করতে হয়?

প্রথমে মিউ টরেন্ট ডাউনলোড করে ইনস্টল দিয়ে ফেলুন, ১ মেগাবাইটের কম সফটওয়্যারটির সাইজ, এরপর সফটওয়্যারটি ওপেন করুন।
এখন ছোট একটা উদাহরন দিয়ে টরেন্ট সম্পর্কে ধারনা দেয়ার চেষ্টা করা হবে।
আপনি মুভি,গান,যেকোন সফট নামিয়ে নিতে পারবেন টরেন্ট দিয়ে। ধরুন একটি মুভি নামাবেন। the
sixth sense মুভি টা আপনি নামাবেন।
গুগল এ যান। সার্চবক্সে টাইপ করুন the sixth sense+torrent. প্রথম লিংক টা দেখেন The.Sixth.Sense[1999]DvDrip[Eng]-AXG (download torrent) - TPB। ক্লিক করুন

এই সাইট ওপেন হলে দেখবেন নিচের দিকে সবুজ রঙে লেখা আছে - download this torrent। ওখানে ক্লিক দিলে সেভ অপশন আসবে। দেখিয়ে দিন, হার্ডডিস্কের কোথায় রাখবেন।
যেখানে টরেন্ট টা সেভ করলেন ওখানে গিয়ে ফাইলটা ক্লিক করুন এখন ডাউনলোড শুরু হবার জন্য তৈরি। আর সিস্টেম ট্রেতে uTorrent চলে যাবার কথা।

উপরের ছবির মতো একটা সেভ এজ বক্স আসবে। কোথায় আপনার ফাইলটি সেভ করবেন তা দেখাইয়া দেন।
আর যদি অটোম্যাটিকালি না আসে, তবে এক কাজ করুন। টরেন্ট উইন্ডো ওপেন করুন। ছবির কোনায় দেখেন ছোটো একটা সবুজ রঙের + চিহ্ন আছে, ঐটাতে ক্লিক করুন । তারপর ব্রাউজ করে যেখানে টরেন্ট টা রাখছেন সেখান থেকে সিলেক্ট করে লিস্টে এড করে দিন।
ওকে করে বের হয়ে আসেন। দেখবেন এবার আপনার পিসিতে মুভি নামা শুরু হয়ে গেছে।
এবার ছোট্ট একটি ট্রিক্স।
সিস্টেম ট্রেতে যান। ইউটরেন্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।

দেখেন ডাউনলোড আর আপলোড লিমিট দেয়া আছে। ডাউনলোড লিমিট আনলিমিটেড করে দিন ।

এর পর আবার রাইট বাটনে ক্লিক করুন এখান থেকে আপলোড লিমিট আস্তে আস্তে কমিয়ে ১ কিলোবাইট করে দিন। প্রথমবারেই কিন্তু এক কিলোবাইটের অপশন আসবে না। ৩২, ২০, ১০, ৫, ৩ এভাবে কমতে কমতে ১ কিলোবাইটে আসবে। এইজন্য আপলোড লিমিটে কয়েকবার ক্লিক করে করে কমাতে হবে। এই কাজটা কন্টিনিয়াসলি করবেন। মানে ধরুন ৩০ কিলোবাইট থেকে ২০ করে দিলেন। দুই তিন সেকেন্ড পর আবার আপলোড লিমিটে ক্লিক দিয়ে সেটাকে ১০ করে দিন। এভাবে ১ কেবিপিস পর্যন্ত আসেন। যদি আমি ভালোভাবে বুঝাতে পারি, তাহলে এই কাজটা করতে আপনার সর্ব্বোচ্চ ৩০ সেকেন্ড লাগার কথা। ছবি দেখেন।

এবার মেইন টরেন্ট উইন্ডো যদি খোলা থাকে , (হাইড/শো মিউ টরেন্ট - এটা যদি শো অবস্থায় থাকে , তাহলে কেটে দিয়ে বের হয়ে যান।)
কয়েকদিন গুগলে ঘুরাঘুরি করুন, ডাউনলোড করুন। অনেক টরেন্ট সাইট পাবেন। আপনি নিজেই বুঝে যাবেন কোনটা ভালো মানের।
টরেন্ট এর সুবিধা হলো, এটা আপনার ব্রাউজিং স্পিড স্লো করবে না। নিজের মতো ডাইনলোড হতে থাকবে আপনি আপনার কাজ নিশ্চিন্তে করতে পারবেন।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যবাদ মন্তেব্যের জন্য ধন্যবাদ।

Blogger templates

Custom Search
 
Copyright © 2014 কম্পিউটার টিপস্ এন্ড ট্রাবলসুটিং. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates