BREAKING NEWS

গুগল সার্চ

বেশ কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যারের লিঙ্ক

পোর্টেবল সফটওয়্যার! ইনস্টল করার ঝামেলা নাই সিড্রাইভ বাদে অন্য যেকোন ড্রাইভে রাখা যায় ফলে সি ড্রাইভের ওপর চাপ কম পরে এবং পিসিও ও কম স্লো হয় এবং এটা সহজেই পেনড্রাইভে তথা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায় ! যদিও কিছু কিছু সফটওয়্যার ঝামেলা করে তবু একটু ট্রিকস খাটালেই ঝামেলা থেকে মুক্ত থাকা যায়!
এখানে কিছু ছোট ছোট কিন্তু প্রয়োজনীয় পোর্টেবল সফটওয়্যারের লিঙ্ক দেয়া হলো:

প্রথমেই কিছু cleaning সফটওয়্যার
১. পিসি পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ccleaner খুব জনপ্রিয় একটি সফটওয়্যার । যে কোন cleaning সফটওয়্যার এর চেয়ে এটা অনেক বেশি ভালো । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে ডাউনলোড করুন
২. TempFileCleaner : এটাও একটি cleaning সফটওয়্যার তবে ccleaner এর মতো এতটা জনপ্রিয় নয় । কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ccleaner এর চেয়ে কোন অংশে কম যায় না । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে ডাউনলোড করুন
৩. wise disk cleaner : বা সংক্ষেপে wdc বেশ ভালো আর একটি cleaning সফটওয়্যার এটার পোর্টেবল ভার্সন এখান থেকে ডাউনলোড করুন
৪. wise regestry cleaner বা সংক্ষেপে wrc আপনার পিসি এর রেজিস্ট্রি cleaning করার জন্য অনন্য এক সফটওয়্যার । ব্যবহারে মজা পাবেন । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে ডাউনলোড করুন
এবার আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করি তাদের জন্য । আমাদের ব্যবহৃত ফন্টের অক্ষর গুলো খুব ঝাপসা দেখায় ।

Home

বেশ কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যারের লিঙ্ক

পোর্টেবল সফটওয়্যার! ইনস্টল করার ঝামেলা নাই সিড্রাইভ বাদে অন্য যেকোন ড্রাইভে রাখা যায় ফলে সি ড্রাইভের ওপর চাপ কম পরে এবং পিসিও ও কম স্লো হয় এবং এটা সহজেই পেনড্রাইভে তথা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায় ! যদিও কিছু কিছু সফটওয়্যার ঝামেলা করে তবু একটু ট্রিকস খাটালেই ঝামেলা থেকে মুক্ত থাকা যায়!
এখানে কিছু ছোট ছোট কিন্তু প্রয়োজনীয় পোর্টেবল সফটওয়্যারের লিঙ্ক দেয়া হলো:
প্রথমেই কিছু cleaning সফটওয়্যার
১. পিসি পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ccleaner খুব জনপ্রিয় একটি সফটওয়্যার । যে কোন cleaning সফটওয়্যার এর চেয়ে এটা অনেক বেশি ভালো । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে ডাউনলোড করুন
২. TempFileCleaner : এটাও একটি cleaning সফটওয়্যার তবে ccleaner এর মতো এতটা জনপ্রিয় নয় । কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ccleaner এর চেয়ে কোন অংশে কম যায় না । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে ডাউনলোড করুন
৩. wise disk cleaner : বা সংক্ষেপে wdc বেশ ভালো আর একটি cleaning সফটওয়্যার এটার পোর্টেবল ভার্সন এখান থেকে ডাউনলোড করুন
৪. wise regestry cleaner বা সংক্ষেপে wrc আপনার পিসি এর রেজিস্ট্রি cleaning করার জন্য অনন্য এক সফটওয়্যার । ব্যবহারে মজা পাবেন । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে ডাউনলোড করুন
এবার আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করি তাদের জন্য । আমাদের ব্যবহৃত ফন্টের অক্ষর গুলো খুব ঝাপসা দেখায় । ঠিক এরকম

কিন্তু যদি gdi_saiftheboss7 এই সফটওয়্যার ব্যবহার করিতাহলে দেখি কেমন দেখায় ?

কতটা জীবন্ত লাগছে! এখুনি ডাউনলোড করুন । তারপর ফাইলটা খুলে জাস্ট রান করুন এবং ম্যাজিক দেখুন কোনরকম ইন্সটলেশন ছাড়াই!
ফটো বা ছবি রিসাইজের জন্য দুর্দান্ত একটা পোর্টেবল সফটওয়্যার হলো FSResizer28 । আপনিও ব্যবহার করে দেখুন এবং তার আগে ডাউনলোড করুন
এবার ডেস্কটপ ভিডিও করার একটা পোর্টেবল সফটওয়্যার । এটা দিয়ে আপনি আপনার ডেস্কটপে যা করছেন তার ভিডিও রেকর্ড করতে পারবেন, ডাউনলোড করুন
ভিডিও কনভার্ট করার জন্য দুর্দান্ত একটা পোর্টেবল সফটওয়্যার হচ্ছে Video_Converter_Portable ডাউনলোড করুন এখান থেকে
যারা গুগল টক ব্যবহার করেন তাদের অনেক কাজে দেবে এটা । হ্যা এটা পোর্টেবল গুগল টক । ইনস্টলেশন ছাড়াই জাস্ট রান করে আপনি আপনার বন্ধুর সাথে চ্যাট করতে পারবেন, ডাউনলোড করুন
একটা পোর্টেবল মিডিয়া প্লেয়ার এর সন্ধান দেই । নাম হচ্ছে Spider Player । দারুন এই পোর্টেবল সফটওয়্যার দিয়ে আপনি প্রায় সব ধরনের মিডিয়া ফাইল চালাতে পারবেন, ডাউনলোড করুন
google earth সম্পর্কে নিশ্চয় অনেকেই জানেন . ঘরে বসেই আপনি সারা বিশ্ব দেখতে পারবেন, ডাউনলোড করুন
স্ক্রিনশট নেবার খুবই চমত্কার একটা পোর্টেবল সফটওয়্যার হচ্ছে winsnap । আমার খুবই পছন্দের ! আপনিও ব্যবহার করে দেখুন, ডাউনলোড করুন ফাইলটা খুলে শুধু রান করুন আর উপভোগ করুন ।
এবার ডাউনলোড শুরু হোক আপনার আর উপভোগ করুন পোর্টেবল সফটওয়্যার এবং সি ড্রাইভের উপর চাপ কমান, আজ এ পর্যন্ত পরবর্তিতে আরো কিছু পোর্টেবল সফটওয়্যার নিয়ে পোস্ট করার চেষ্টা করব । সবার জন্য শুভ কামনা!

Share this:

Blogger templates

Custom Search
 
Copyright © 2014 কম্পিউটার টিপস্ এন্ড ট্রাবলসুটিং. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates